“নড়িয়া” নামকরনের ঐতিহাসিক কোন ভিত্তি নেই, 1930 সালে নড়িয়া থানায় রুপান্তর হয় এবং 1983 সালে নড়িয়া ইউনিয়ন সহ 15টি ইউনিয়ন নিয়ে নড়িয়া উপজেলা গঠিত হয়। 1998 সালে নড়িয়া ইউনিয়নকে নড়িয়া পৌরসভা হিসাবে প্রতিষ্ঠা করা হয়। নড়িয়া উপজেলার উত্তরে জাজিরা ও মুন্সিগজ্ঞ জেলার লৌহজং ও টুঙ্গিবাড়ী উপজেলা, দক্ষিণে শরীয়তপুর সদর ও ভেদরগজ্ঞ উপজেলা, পূর্বে ভেদরগজ্ঞ ও মুন্সিগজ্ঞ সদর উপজেলা এবং পশ্চিমে জাজিরা উপজেলা অবস্থিত। পদ্মা সেতু বাস্তবায়ন হওয়ায় নড়িয়া পৌরসভার যোগাযোগ ব্যবস্থা সহ অর্থনৈতিক উন্নয়ন ও নাগরিক চাহিদা বৃদ্ধি পেয়েছে।